সিরিজে ফেরার আশা মিরাজের: ‘শেষ দিকে ভালো জুটি গড়তে পারিনি’

সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে প্রতিটি সিরিজ এখন বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের হারে কিছুটা চাপে পড়েছে টাইগাররা। ম্যাচ শেষে আফসোস প্রকাশ করলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ—বিশেষ করে ব্যাট হাতে বড় রান তুলতে না পারায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন,

‘আমার মনে হয় প্রথম ১৫ ওভারে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি। উইকেট ব্যাট করার জন্য কঠিন ছিল, টার্নও হচ্ছিল।’

একইসঙ্গে তাওহীদ হৃদয়ের শান্ত ও পরিণত ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি,

‘তাওহীদ (হৃদয়) ভালো খেলেছে। চাপের মধ্যেও ঠাণ্ডা মাথায় ইনিংস গড়েছে, পরিস্থিতি বুঝে ইতিবাচক ক্রিকেট খেলেছে। আমাদের সমস্যা হচ্ছে শেষ দিকে ভালো জুটি গড়তে পারিনি।’

আগামী দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন,

‘অবশ্যই, এখনও সুযোগ আছে। দুইটা ম্যাচ বাকি, এখান থেকে আমরা আরও ভালো করতে পারি। আশা করি শিক্ষা নিয়ে পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। আমি আত্মবিশ্বাসী, ছেলেরা ভালো কিছু করবে।’

শেষ দিকে রান না আসার কারণেও হতাশা ঝরেছে মিরাজের কণ্ঠে—

‘বোর্ডে পর্যাপ্ত রান ছিল না। এই উইকেটে ২৬০+ করতে পারলে ভালো হত। এখানেই আমরা প্রায় ৪০ রান কম করেছি। আমাদের জুটি গড়ার দিকেও মনোযোগ দিতে হবে। শেষ দিকে ভালো পার্টনারশিপ গড়তে পারিনি।’

Exit mobile version