সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ ইতিমধ্যেই হারিয়েছে বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি এখন কেবল সম্মান বাঁচানোর লড়াই। আজ (মঙ্গলবার) আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হচ্ছে টাইগাররা, লক্ষ্য—সিরিজে হোয়াইটওয়াশ এড়ানো।

শেষ ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই লক্ষ্য নিয়েই কথা বলেছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। তিনি বলেন,

‘যেহেতু দুই ম্যাচ হেরেছি, এখন সবার লক্ষ্য শেষ ম্যাচটা জিতে দেশে ফেরা। তারপর ভাবব, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কীভাবে ভালো করা যায়। খারাপ দল না আমরা, সবাই ভুল করেছি। দলের ভেতরে আলোচনা হচ্ছে কীভাবে এটা থেকে বের হওয়া যায়। সবাই নিজের জায়গা থেকে ১১০ শতাংশ দেওয়ার চেষ্টা করছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি পাল্টে যাবে।’

সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্যাটিংয়ের ধারাবাহিকতা। বোলাররা নিয়মিত ভালো করলেও ব্যাটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ। এ নিয়েও নিজের মত দিয়েছেন রিশাদ,

‘প্রতিপক্ষের বোলার কেমন করছে সেটা আমাদের ভাবনার বিষয় না। আমরা দল হিসেবে ছোট ছোট ভুল করছি। চেষ্টা করছি সেগুলো কীভাবে ঠিক করা যায়। আশা করছি খুব শিগগিরই ঘুরে দাঁড়াতে পারব।’

সিনিয়র ক্রিকেটারদের অবসর কি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে—এমন প্রশ্নে রিশাদ বলেন,

‘আসলে এটা নিয়ে আলাদা কিছু বলার নেই। আমরা একটা নতুন যাত্রায় আছি। এই সময়ে যদি সবাই সাপোর্ট দেয়, বিশ্বাস রাখে, তাহলে ইনশাআল্লাহ আরও ভালো কিছু করতে পারব।’

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। কিন্তু ওয়ানডেতে গল্পটা ভিন্ন। প্রথম ম্যাচে ২২১ রানে গুটিয়ে গিয়ে ৫ উইকেটে হারে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচে বোলারদের দারুণ নৈপুণ্যে আফগানদের ১৯০ রানে থামালেও ব্যাটিং লাইনআপের বিপর্যয়ে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। ফলে সিরিজ হার নিশ্চিত হয়ে যায়, যা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার পথে বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে।

Exit mobile version