সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ

সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর মিরপুর টেস্টেও জয়ের অপেক্ষায় বাংলাদেশ। মুশফিকের ঐতিহাসিক শততম টেস্টে জিততে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আর ৪ উইকেট। বাংলাদেশ এখনও এগিয়ে আছে ৩৩৩ রানে।

বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শনিবার চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান তুলেছে আইরিশরা। তবে আলোক স্বল্পতার কারণে ২ ওভার আগেই এ দিনের খেলা শেষ হয়।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ৫০৮ রানে লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে নিজের শততম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ২৮তম ফিফটি তুলে অপরাজিত থাকেন। মুমিনুল হক ৮৭ রানে বিদায় নিলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রান তোলে স্বাগতিকরা। জবাবে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে তাইজুলের রেকর্ড গড়া বোলিংয়ে ২৬৫ রানে গুটিয়ে যায়। ফলে ২১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে শান্তরা। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ওপেনিং জুটিতে ১১৯ রান তোলে।

Exit mobile version