ওয়েস্ট ইন্ডিজে আজ পাকিস্তানের বিপক্ষে জমজমাট এক লড়াই হতে যাচ্ছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ তৃতীয় ও শেষ ম্যাচ। আজকের ম্যাচ দিয়েই সিরিজ জয়ী নির্ধারণ হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচে পাকিস্তান দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল। দলের নবাগত ব্যাটার হাসান নাওয়াজের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তান নাটকীয় জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় সফরকারী দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ শেষ দিকে চমৎকার ব্যাটিং করে পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে দেয়।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এমন অবস্থা ছিল। দুই ম্যাচে শেষে সিরিজের অবস্থা ছিল ১-১। শেষ ম্যাচ জিতে পাকিস্তান সিরিজ জয় করে নিয়েছিল। আজও সেই প্রত্যাশায় তারা।
মূলত সাবেক অধিনায়ক বাবর আজমের ব্যর্থতায় পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে ডুবিয়েছিল। প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করা বাবর আজম দ্বিতীয় ম্যাচে রানই করতে পারেননি। বিনা রানে আউট হয়ে যান। ফলে দ্রুত দুই উইকেট হারিয়ে পাকিস্তান পথ হারায়। সেই হারানো পথ থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। আজ অবশ্য পাকিস্তান তাকিয়ে থাকবে সায়েম আইয়ুব, বাবর আজম, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাটের দিকে। সঙ্গে তো আছেন হুসেন তালাত ও হাসানা নাওয়াজ।
ওয়েস্ট ইন্ডিজ তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে লড়ে যাচ্ছে। ব্যাটিংটা ভালোই করছেন ইভিন লুইস, শাই হোপরা। ফলে দারুণ এক জমজমাট লড়াই হতে যাচেছ আজ
