শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে চলমান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে সফরকারী লঙ্কানদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের জন্য ডু-অর-ডাই ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬ টায়।
সিরিজের প্রথম ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ। টস হেরে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের ২০৬ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাব দিতে নেমে নির্ধারিত লক্ষ্যের চেয়ে মাত্র তিন রান পিছিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশ।
সুতরাং সিরিজ জিততে হলে আজ জয়ের বিকল্প নেই শান্তর দলের। নিজেদের শেষ তিন টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়া বাংলাদেশের জন্য আজ কাজটা মোটেও সহজ হওয়ার কথা নয়। কারণ প্রথম ম্যাচেই নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে লঙ্কানরা।
বাংলাদেশের হারের দিন বল হাতে নিস্প্রভ ছিলেন সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা শরিফুল ইসলাম। অন্যদিকে নিজেকে এখনো খুঁজে বেড়াচ্ছেন দেশের আরেক তারকা পেসার তাসকিন আহমেদ। বল হাতে শেখ মেহেদীও এদিন নীরব দর্শক ছিলেন। প্রত্যেকেই অকাতরে রান বিলিয়ে শিকার করেছেন মাত্র তিন উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর ব্যাট করতে নামা মাহমুদুল্লাহ রিয়াদ সেদিন খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। ম্যাচের শেষ দিকে বিস্ফোরক ব্যাটিং করে প্রশংসায় সিক্ত হয়েছেন অভিষিক্ত জাকের আলী অনিকও। তবে এই দুইজন বাদে এদিন অন্য কোনো ব্যাটারই নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন।
এর ফলে আজ বাংলাদেশ একাদশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত বিকল্প না থাকলেও ফর্মহীন মোস্তাফিজের বদলে আজ দেখা যেতে পারে তানজিম সাকিবকে। অন্যদিকে রিশাদ হোসেনের পরিবর্তে দলে ঢুকতে পারেন তাইজুল ইসলাম।
সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, জাকের আলি, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব।