চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজকের ম্যাচটি স্বাগতিক বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। অপরদিকে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে সফরকারী শ্রীলঙ্কা।
অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। বিপরীতে শ্রীলঙ্কা এনেছে একটি পরিবর্তন। স্পিনার আকিল ধনাঞ্জয়ের জায়গায় একাদশে এসেছেন পেসার দিলশান মাদুশঙ্কা।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।