সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চিটাগং কিংস

সিলেট পর্বের বিপিএলের পর্দা নামছে আজ। বিপিএলের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও চিটাগং কিংস। রোমাঞ্চর এই ম্যাচে টস জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেটের অধিনায়ক আরিফুল হক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর দেড়টায়।

বিপিএলের এবারের আসরে হ্যাটট্রিক হারের পর টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে সিলেটে। নিজেদের শেষ দুই ম্যাচে ব্যাট বলে দারুণ পারফরম্যান্স করে ফুরফুরে মেজাজে সিলেটের দলটি। অন্যদিকে তিন ম্যাচ খেলে দুই জয়ে সমান চার পয়েন্ট নিয়ে তিনম্বরে অবস্থান করছে চট্টগ্রামের দলটি।

আর আসরে টানা ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। এক ম্যাচ কম খেলে তিন জয়ের ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে ফরচুন বরিশাল।

Exit mobile version