সীমিত ভেন্যুতে হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যুর সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে যে এবারের আসর অনুষ্ঠিত হবে তুলনামূলকভাবে কম শহরে। প্রতিটি ভেন্যুতে থাকবে অন্তত ছয়টি করে ম্যাচ।

বিসিসিআইয়ের তালিকা অনুযায়ী, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই এই পাঁচটি শহরে নিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এ ছাড়া শ্রীলঙ্কার তিনটি মাঠেও হবে টুর্নামেন্টের কিছু অংশ, যদিও সেসব ভেন্যুর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

তবে বেঙ্গালুরু ও লখনৌ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, এবারের বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। বিসিসিআই জানিয়ে দিয়েছে, নারী ওয়ানডে বিশ্বকাপে ব্যবহৃত স্টেডিয়ামগুলো এবার ব্যবহার করা হবে না। ফলে গৌহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর ও নবি মুম্বাই তালিকা থেকে বাদ পড়েছে।

আইসিসি জানিয়েছে, যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে, তাহলে তাদের ম্যাচ হবে কলম্বোতে। আর পাকিস্তান ফাইনালে উঠলে, সেই ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

বিসিসিআই আরও নিশ্চিত করেছে, ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া সেই চুক্তি অনুসারে, দুই দল একে অপরের দেশে না গিয়ে তৃতীয় দেশে মুখোমুখি হবে।

বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর তালিকা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও, ২০২৪ বিশ্বকাপের পারফরম্যান্সে জায়গা পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া র‌্যাঙ্কিংয়ের সুবাদে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান খেলবে মূল পর্বে।

বাছাইপর্ব থেকে যোগ হয়েছে আরও আট দল। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে, আর এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ওমান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

প্রসঙ্গত, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর, যা শেষ হবে ৮ মার্চে। বিসিসিআই ইতোমধ্যে খসড়া সূচি আইসিসির কাছে জমা দিয়েছে।

টুর্নামেন্টে ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইটে, সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল নির্ধারিত হবে। পুরো আসরে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Exit mobile version