সুপার এইটে জায়গা পেলে যে গ্রুপে খেলবে বাংলাদেশ

চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যেখানে চার গ্রুপে অংশ নিয়ে মাঠের লড়াইয়ে মেতে উঠেছে ২০তি দল। সেখান থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে। সেখানেও থাকবে দুই গ্রুপ। অবশ্য গ্রুপ পর্বের অবস্থানের ভিত্তিতে না হয়ে গত দুই আসরের মতো আগের নির্ধারিত সিডিং অনুযায়ী নির্ধারিত হবে সুপার এইটের গ্রুপ।

র‍্যাংকিংয়ের বিচারে বাংলাদেশের গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা ‘ডি১’ ও শ্রীলঙ্কাকে ‘ডি২’ ধরা হয়েছে। যেহেতু প্রথম তিন ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করে ফেলেছে, তাই তাঁরা যাবে গ্রুপ টুতে।

অন্যদিকে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশ সুপার এইটে উঠলে লঙ্কানদের ‘ডি২’ নিয়ে নিবে তাঁরা। সেক্ষেত্রে বাংলাদেশ জায়গা করে নিবে সুপার এইটের গ্রুপ ওয়ানে।

Exit mobile version