বিফলে গেলো পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি। ২০৩ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেটে ভারতের করা সমান ২০২ রানই সংগ্রহ করে শ্রীলঙ্কা। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে দুই উইকেট হারিয়ে ভারতকে মাত্র তিন রানের টার্গেট দিতে সক্ষম হয় শ্রীলঙ্কা। যা কিনা প্রথম বলেই তুলে নেয় ভারত। ফলে নিয়মরক্ষার ম্যাচে উত্তেজনা ছড়িয়েও শেষ পর্যন্ত একতরফাভাবে জিতে নেয় ভারতীয় দল।
নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৩ রানের টার্গেট দেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের সংগ্রহ পায় সূর্যকুমার যাদবের দল। ম্যাচে ভারতের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন ওপেনার অভিষেক শর্মা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রানে অপরাজিত ছিলেন তিলক ভার্মা।
