সুপার ফোরে যাওয়ার সমীকরণে বাংলাদেশ তাকিয়ে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচে

নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। তবে নেট রানরেটের কারণে এখন টাইগাররা তাকিয়ে আছে শ্রীলঙ্কা–আফগানিস্তানের লড়াইয়ের দিকে। বৃহস্পতিবারের এই ম্যাচই ঠিক করে দেবে ‘বি’ গ্রুপ থেকে কোন দুই দল যাবে সুপার ফোরে।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪ হলেও নেট রানরেট -০.২৭০। শীর্ষে থাকা শ্রীলঙ্কা এখনও অপরাজিত, তাদের নেট রানরেট +১.৫৪৬। আফগানিস্তান দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে, তবে তাদের নেট রানরেট +২.১৫০। হংকং আগেই বিদায় নিয়েছে।

বাংলাদেশকে পরের রাউন্ডে যেতে হলে শ্রীলঙ্কার জয় চাই। শ্রীলঙ্কা যেকোনো ব্যবধানে আফগানিস্তানকে হারালেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। লঙ্কানরা যদি হারে, তবে শর্ত সাপেক্ষে ৭১ রানের বেশি বা ৫৩ বল হাতে রেখে হারতে হবে। তবেই আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সুপার ফোরে উঠবে।

অন্যদিকে আফগানিস্তানের সামনে একটাই পথ—জয়। আফগানরা ৭১ রানের বেশি বা ৫৩ বলের বেশি হাতে না রেখে জিতলে তিন দলেরই পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে নেট রানরেটের কারণে বাংলাদেশ বিদায় নেবে, উঠবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

Exit mobile version