ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব। হাইভোল্টেজ ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেনি নুরুল হাসান সোহান। তার দল ধানমন্ডিকে ২৩ রানে হারিয়েছে তামিম ইকবালের ঢাকা মোহামেডান।
মোহামেডানের দেওয়া ২১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নুরুল হাসান সোহানের দল। দলীয় ৭৬ রানে ৬ উইকেট হারানোর পরও সোহানের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল দল। অন্যপ্রান্তে বাকিদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সোহান। তবে শেষ পর্যন্ত নিজে ১০০ রানে থামেন, দল থামে ১৯৩ রানে।
ম্যাচ হারায় সেঞ্চুরি করেও সন্তুষ্ট নন সোহান। দলের হারের পর তিনি বলেন,‘দল না জিতলে আসলে এরকম ১০০ আমার কাছে কোন ভ্যালু ক্যারি করে না। তো এটা নিয়ে আসলে শেয়ার করার কিছু নেই। আমার কাছে তো ম্যাচটা জিততে পারলে আসলে (ভালো লাগতো)…. এই মোমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ থাকতো।’
এছাড়া লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন সোহান। তবে ফিরেতে মরিয়া এই উইকেটকিপার ব্যাটার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলে খেলা একটা গর্বের ব্যাপার। সব সময় চাই নিজের সেরাটা দেওয়ার জন্য, এবং যদি সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দিব।’
এছাড়া সোহানে আরও বলেন,‘ওয়ানডেতে আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম। বাট যেখানে শেষ করেছি আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আবার শুরু করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা থাকবে যদি আবার সুযোগ পাই।’-যোগ করেন তিনি।
এর আগে মিরপুরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২১৬ রান তোলে তামিম ইকবালের মোহামেডান। দলের পক্ষে তাওহিদ হৃদয় সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া তামিম ২৬, অঙ্কন ৪৪ ও মিরাজ ২৬ রান করেন।