শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রেখেছিল আফগানিস্তান। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার লড়াই আজ আফগানদের। সে লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি।
‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সেমিফাইনালের লড়াইয়ে টিকে রয়েছে। দুই ম্যাচে শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন। আফগানিস্তানের পয়েন্ট দুই। আজ যে দল জয় পাবে সেই দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত হবে।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথিউ শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান অ্যালিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নুর আহমদ ও ফজলহক ফারুকী।