মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের শক্তিশালী পারফরম্যান্সের মুখে পাকিস্তান দল মাত্র ২০৩ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৪৪ রান করেন।
বাউন্সি পিচে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানের ব্যাটাররা চাপে পড়ে যায়। স্টার্ক ৩৩ রানে ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার সাফল্যের ভিত্তি গড়েন, আর কামিন্স ৩৯ রানে ২ উইকেট দখল করেন।
পাকিস্তান দলের টপ-অর্ডারের ব্যাটাররা তেমন ভালো করতে পারেননি। সাইম আইউব ও আব্দুল্লাহ শফিক অভিষেক ম্যাচে স্টার্কের তোপের মুখে পড়ে যথাক্রমে ০ ও ১২ রান করে আউট হন। বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়ে ৩৭ রান করেন, তবে ইনিংস বড় করতে পারেননি। মোহাম্মদ রিজওয়ান শুরুতে ধীরগতিতে খেললেও স্টার্ককে ছক্কা মেরে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু লাবুশেনের বলে তিনি আউট হন।
দলের বাকি ব্যাটাররাও তেমন ভালো করতে পারেননি, তবে ৯ নম্বরে নেমে নাসিম শাহ ব্যাট হাতে আলো ছড়ান। ৩৯ বলে ৪০ রান করে, ৪টি বিশাল ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের রান ২০০ পার করান। শাহীন আফ্রিদি ও ইরফান খানও শেষদিকে দ্রুত রান তোলায় সহায়তা করেন।
