স্ট্রোকের পর নাফিস ইকবালের অবস্থা এখন স্থিতিশীল

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়ীত্ব পালন করা নাফিস ইকবাল খান স্ট্রোক করে এখন হাসপাতালে চিকিৎসাধীন। সকালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ট্রোকের বিষয়টি বিষয়টি নিশ্চিত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে তাকে বেসরকারী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন।

৩৯ বছর বয়সি নাফিস ইকবাল জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের বড় ভাই ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক আকরাম খানের ভাতিজা।

জাতীয় দলের হয়ে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলা নাফিস ইকবাল ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। মূলত ইনজুরির কারণেই তাকে ছিটকে যেতে হয়েছিলো। জাতীয় দলে ফিরতে না পারলে ২০১৮ সাল পর্যন্ত ঘরোয়া লিগে খেলা নাফিস পরবর্তীতে ক্রিকেট ম্যানেজমেন্টের সঙ্গেই যুক্ত থাকেন।

ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে সমাজকল্যাণ সমিতির ম্যানেজার হিসেবে দায়ীত্ব পালনের পর তাকে জাতীয় দলের সাথে যুক্ত করে বিসিবি। তারপর থেকে বিসিবিতেই কাজ করছেন নাফিস ইকবাল।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর চট্টগ্রামের বাসাতেই অবস্থান করছিলেন। জানা গেছে কয়েকদিন ধরে মাথা ব্যাথার কারণে চিকিৎসাধীন ছিলেন নাফিস। আজ ভোরে অসুস্থ হয়ে পড়ায় চট্টগ্রামেরই একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানে ব্রেইন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে।

Exit mobile version