স্পিনে কুপোকাত অস্ট্রেলিয়া- ভারত এগিয়ে গেল সিরিজে

ভারতের আরেকটি দুর্দান্ত জয়

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। পরের ২ ম্যাচের একটি করে অস্ট্রেলিয়া ও ভারত জিতেছে। তাই আজ (বৃহস্পতিবার) কারারা ওভালে দু’দলের জন্য সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই ছিল চতুর্থ টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে স্পিনারদের দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে নাজেহাল করেছে সফরকারীরা। চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৮ রানের বড় জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

কুইন্সল্যান্ডের কারারা ওভালে এর আগে দুটি মাত্র টি-২০ ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়া খেলেছে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ভেন্যুতে মেয়েদের একটি টেস্ট ও ২০২১ পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি হয়েছে। বৃহস্পতিবার সেখানেই ৩ বছর পর ভারতের মুখোমুখি হয় অজিরা।  

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শ। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪৯ রান এনে দেওয়া অভিষেক শর্মা সপ্তম ওভারেই সাজঘরে ফেরেন। ৫৬ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যায়। অভিষেক ২১ বলে ৩ চার, ১ ছয়ে ২৮ রান করেন। ওয়ানডাউনে নেমে শিভম দুবে (১৮ বলে ২২) বেশিক্ষণ টিকতে পারেননি। তবে রানের চাকা থামেনি ভারতের।

শুবমান গিল ও অধিনায়ক সূর্য্যকুমার যাদব রানের গতি ঠিক রাখেন। গিল ৩৯ বলে ৪ চার, ১ ছয়ে ৪৬ রান করে নাথান এলিসের পেসে বোল্ড হয়ে যান ১৫তম ওভারে। পরের ওভারে সূর্য্যকুমারও (১০ বলে ২০) সাজঘরে ফেরেন। শেষ ৫ ওভারে আর ৪২ রান করতে পেরেছে ভারত বাকি ব্যাটারদের ব্যর্থতায়। তবে অক্ষর প্যাটেল ১১ বলে ১ চার, ১ ছয়ে ২১ রানে অপরাজিত থাকেন।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে ভারত। নাথান এলিস ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩টি ও লেগস্পিনার এডাম জাম্পা ৪৫ রানে ৩টি উইকেট নেন।

জয়ের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া, উদ্বোধনী জুটিতে আসে ৪.৫ ওভারে ৩৭ রান। তবে অক্ষর প্যাটেলের স্পিনে দ্রুত সময়ে দুটি উইকেট হারায় তারা। ম্যাথু শর্ট ১৯ বলে ২ চার, ২ ছয়ে ২৫ ও জশ ইংলিস ১১ বলে ১২ রান করে অক্ষরের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন। দশম ওভারে শিভম দুবে অধিনায়ক মিচেল মার্শকে শিকার করেন। মার্শ ২৪ বলে ৪ চারে ৩০ রান করেন।

ওয়াশিংটন সুন্দর মাত্র ৮ বলে ৩ উইকেট নেন

এরপর ওয়াশিংটন সুন্দর ও অক্ষরের স্পিনে আর কোনো অজি ব্যাটার দাঁড়াতেই পারেননি। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ওয়াশিংটন সুন্দর মাত্র ১.২ ওভারে ৩ রান দিয়ে ৩টি এবং অক্ষর, শিভম ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত ইনিংসঃ ১৬৭/৮; ২০ ওভার (গিল ৪৬, অভিষেক ২৮, দুবে ২২, অক্ষর ২১*, সূর্য্যকুমার ২০; এলিস ৩/২১, জাম্পা ৩/৪৫)।

অস্ট্রেলিয়া ইনিংসঃ ১১৯/১০; ১৮.২ ওভার (মার্শ ৩০, শর্ট ২৫, স্টয়নিস ১৭; ওয়াশিংটন ৩/৩, অক্ষর ২/২০, দুবে ২/২০)।

ফলঃ ভারত ৪৮ রানে জয়ী।

ম্যাচসেরাঃ অক্ষর প্যাটেল

সিরিজঃ ৫ ম্যাচ সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।

Exit mobile version