স্মৃতি মান্ধানার বিয়ে স্থগিত – চ্যাট স্ক্যান্ডালে নতুন মোড়
ভারতের তারকা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার বিয়ে স্থগিত হয়ে গেছে। রোববার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে আচমকা স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর মান্ধানা্র হবু বর পলাশও হাসপাতালে যান। এই কারণে বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে বিয়ে স্থগিত হওয়া নিয়ে সামনে এসেছে এক চাঞ্জল্যকর তথ্য। পলাশ মুচ্ছলের অন্য এক নারীর সাথের চ্যাটিংয়ের কিছু স্ক্রিনশট সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ঘটনায় এসেছে নতুন মোর।

ইতিমধ্যেই স্মৃতি মান্ধানা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ে সংক্রান্ত সব পোস্ট মুছে দেন, যা ভক্তদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কিছু চ্যাটের স্ক্রিনশট, যেখানে পলাশের সঙ্গে এক নারীর কথোপকথন দেখা গেছে। স্ক্রিনশটে পলাশকে তার রূপের প্রশংসা করতে দেখা গেছে এবং তারা একসঙ্গে দেখা করতে ও সাঁতার কাটতেও চাচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, স্ক্রিনশটগুলোর সত্যতা যাচাই করা যায়নি। তবে নেটিজেনরা মনে করছেন, স্মৃতির বাবার অসুস্থ হওয়া ও বিয়ে স্থগিত হওয়ার পেছনে এই চ্যাটের প্রভাব থাকতে পারে। অনেকে আশঙ্কা করছেন, পলাশের প্রতারণার বিষয়টি ধরা পড়ায় স্মৃতি বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং এর ফলে বিয়ে ভাঙার পথে রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















