চলতি বছরের ডিসেম্বর মাসে ত্রিদেশীয় সিরিজ খেলতে লঙ্কা সফরের পরিকল্পনা করেছিল বিসিবি। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো প্রস্তুতির জন্যই মুলত লিটনদের এই ত্রিদেশীয় সিরিজ খেলাতে চেয়েছিলো বিসিবি। বিশ্বকাপের আগে শেষ সময়ে নিজেদের ঝালাই করে নেয়াই ছিল এই সিরিজের মুল উদ্দেশ্য।
২৭ নভেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা ছিল পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজন করা সিরিজটির। প্রাথমিকভাবে অংশগ্রহণে সম্মতি দিলেও শেষ পর্যন্ত বিশ্রাম ও সূচির চাপের কারণে বাংলাদেশ সেখানে না খেলার সিদ্ধান্ত নিয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এ প্রসঙ্গে বলেন, “না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। এখন ওই সিরিজ আর হচ্ছে না।”
ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোয় বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে লিটন দাসের দল।
সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করার পর বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য, যা শুরু হবে আগামী ১১ নভেম্বর। সেই সিরিজে থাকবে টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটই।
আয়ারল্যান্ড সফর শেষ করেই ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল, যেখানে অংশ নেবেন জাতীয় দলের তারকারা। ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্সকেই বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের খেলোয়াড়দের তৈরি করতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এলপিএল আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে আইসিসির শর্ত পূরণের জটিলতায় টুর্নামেন্টটি স্থগিত হয়ে যায়। সেই ঘাটতি পূরণের জন্যই তারা বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করেছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো না।
