চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ আয়োজনে দীর্ঘদিনের জটিলতা শেষ হয়েছে। পাকিস্তানের আয়োজনে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ভারতীয় প্রস্তাবিত হাইব্রিড মডেলে। এর ফলে ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। পাশাপাশি পাকিস্তানের শর্ত অনুযায়ী, আগামী তিন বছর দুই দেশ নিরপেক্ষ ভেন্যুতে আইসিসির সব ইভেন্ট খেলতে সম্মত হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
পাকিস্তান এবং ভারতের মধ্যে এই সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন কিছুটা কমেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, হাইব্রিড মডেলে খেলার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা সফল হয়েছে। তবে ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানও ভারতের আয়োজিত ইভেন্টে একই নিয়ম অনুসরণ করবে।
২০২৫-২৭ সময়কালে ভারতের আয়োজনে থাকা নারী ওয়ানডে বিশ্বকাপ ও পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এর মধ্যে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা সহ-আয়োজক হওয়ায় পাকিস্তানের ম্যাচগুলো সে দেশে হতে পারে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী জানান, ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় বিসিসিআই ক্ষতিপূরণ দিতে চেয়েছিল। তবে পিসিবি এই প্রস্তাব নাকচ করে দেয়। নাকভী বলেন, “দেশের স্বার্থ সবার আগে। আর্থিক ক্ষতির চেয়ে স্বাধিকার বড়।”
এশিয়া কাপে হাইব্রিড মডেলের সফল প্রয়োগের পর চ্যাম্পিয়নস ট্রফির জটিলতা নিরসনে এই সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছে ক্রিকেট মহল। শিগগিরই টুর্নামেন্টের সূচি ঘোষণা হবে বলে জানা গেছে।