জাতীয় দলের হয়ে খেলেছে এমন কয়েকজন ক্রিকেটারদের নিয়ে অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সংস্করণের জন্য তিনটি দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। যেখানে অনেক খেলোয়াড়ই আছেন একাধিক দলে।
এক নজরে অস্ট্রেলিয়া সফরের তিন ফরম্যাটের জন্য বাংলাদেশ এইচপি দলঃ
চার দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, অমিত হাসান, শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আইচ মোল্লাহ, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান, হাসান মুরাদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।
৫০ ওভারের ম্যাচের দল: তানজিদ হাসান, জিশান আলম, পারভেজ হোসেন, আফিফ হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান, মাহফুজুর রহমান, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।
টি-টোয়েন্টি ম্যাচের দল: তানজিদ হাসান, জিশান আলম, পারভেজ হোসেন, আফিফ হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।