অবশেষে বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করল বিসিবি। হাথুরুকে বরখাস্তের পর জাতীয় দলের অন্তর্বর্তী কোচের নাম প্রকাশ করা হয়েছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে উইন্ডিজের ফিল সিমন্সকে অন্তর্বতীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে সিরিজ জয়ের পর ধারণা করা হয়েছেলি হয়তো টিকে যাচ্ছেন হাথুরু। কিন্তু না! ভারতের বিপক্ষে যাচ্ছে তাই পারফর্ম করার পর সমালোচনার তির আবার ঘুরেছে তার দিকে।
শেষ পর্যন্ত হয়ত বাংলাদেশ অধ্যায় শেষ করতে হচ্ছে হাথুরুসিংহেকে। মঙ্গলবার জরুরী দুপুরে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।
দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু ব্যাপার নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করা হয়েছে হাথুরুসিংহেকে। নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। এই ক্যারিবিয়ানের সঙ্গে আপাতত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি বিসিবির।
বিসিবি সভাপতি দুপুর সাড়ে তিনটায় মিরপুর শের-ই বাংলার মাঠে কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। তার আগে সকাল থেকেই গুঞ্জন ছিল হাথুরুর বরখাস্তের বিষয়ে। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে ফেরেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।