ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৫০ ওভারে ২৯৪ রান তুলেছিল বাংলাদেশ। দলীয় স্কোর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যদিও ১৫৫টি বল ডট দিয়ে রান তুলতে ব্যর্থতার ছাপ ছিল। এ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জিতেছে ১৪ বল হাতে রেখেই।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করা মিরাজ নিজের ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৭৩.২৬। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, “এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতে হবে। ওরা অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল।”
৮.১ ওভারে ২৭ রানে ২ উইকেট হারিয়ে শুরুটা নড়বড়ে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে শাই হোপ ও শেরফান রাদারফোর্ডের ব্যাটিংয়েই গড়ে ওঠে জয়। হোপ করেন ৮৮ বলে ৮৬, আর রাদারফোর্ড ৮০ বলে ১১৩ রান করেন, যাতে ছিল ৮ ছক্কা ও ৭ চার। তাদের ৯৯ রানের জুটি ও পরে রাদারফোর্ড ও জাস্টিন গ্রিভসের ৯৫ রানের জুটি ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নিয়ে যায়।
মিরাজ বলেন, “আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম খুব ভালো বল করেছে। কিন্তু মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি। এটা হতেই পারে।”
ভুল থেকে শেখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা পরের ম্যাচে ভালো করার দিকে মনোযোগী হবো। এখনো দুটি ম্যাচ বাকি, তাই সিরিজ জয়ের সুযোগ আছে।”
সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার ওয়ার্নার পার্কেই অনুষ্ঠিত হবে।