হারের হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা তিন ম্যাচ হেরে দেশে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অবশ্য টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন আগেই ক্ষীণ হয়ে গিয়েছিল। তবুও কাগজে-কলমে যতটুকু আশা ছিল! কিন্তু সেটাও আর রইল না। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের বড় হারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতি টানল লাল সবুজরা।

শনিবার রাতে দুবাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭.২ ওভারে জয় তুলে নেয় প্রোটিয়ারা।

নারীদের ক্রিকেট ইতিহাসে এক দশক পর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। আর তাতে স্বপ্ন তৈরি হয়েছিল সেমিফাইনালের। কিন্তু এরপর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারেনি জ্যোতিরা।

ফলে বিশ্বকাপে গ্রুপ ‘বি’থেকে দ. আফ্রিকার সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত। শেষ চারের জন্য লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল প্রায় নিশ্চিত অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দল হিসেবে ভারত ও নিউজিল্যান্ড থেকে যে কেউ যাবে সেমিতে।

Exit mobile version