চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টিতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২০৬ রানের পাহাড়সম রান সংগ্রহ করে সফরকারী শ্রীলঙ্কা।
জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৩০ রান করে ৩ উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের দুর্দান্ত অর্ধশতকে লক্ষ্যের অনেকটাই কাছে চলে যায় স্বাগতিকরা।
মাহমুদুল্লাহ দীর্ঘদিন পর মাঠে ফিরেই ৩১ বলে ৫৪ রান করেন। অপরদিকে জাকের চারটি চার ও ছয়টি ছয় মেরে দ্রুতই ৬৮ রান করেন। ২০ তম ওভারে তিনি তাঁর উইকেট হারালে শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২০৩ রানে।
যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি হেরে যায়, জাকের আলী অনিক তাঁর ঝড়ো ইনিংসের বদৌলতে তুমুল প্রশংসা কুড়িয়ে নেন।
নিচে বাংলাদেশ ক্রিকেট দলের এই নবীন তারকা ক্রিকেটারকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য পাঁচটি মজার তথ্য তুলে ধরা হলোঃ
#১
গত সপ্তাহেই আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মঈন আলীদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেন জাকেরঃ
কিছুদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসর। সদ্য সমাপ্ত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছেন জাকের আলী। ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সাথে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর মতো বড় নামের সাথে একই ড্রেসিংরুম শেয়ার করেছেন তিনি। শেষ পর্যন্ত সাবেক চ্যাম্পিয়নরা রানার্স আপ হয়ে বিপিএল শেষ করে। মেগা ফাইনালে ২৩ বলে মাত্র ২০ রান করেন জাকের। তবে সবমিলিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফিনিশারের ভূমিকায় থেকে ১০ ইনিংসে ১৯৯ রান করেছেন তিনি।
#২
জাকেরের অভিষেক হয়েছিলো মালয়েশিয়ার বিপক্ষেঃ
জাকেরের টি-টোয়েন্টি অভিষেক যে গতবছর মালয়েশিয়ার বিপক্ষে হয়েছে তা অনেক ক্রিকেটভক্তই জানেন না। চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে দ্বিতীয় সারির ক্রিকেট দল পাঠায় বাংলাদেশ। সেখানে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে অভিষিক্ত হন জাকের। সেই ম্যাচে ১৪ রান করার পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে একটি ক্যাচ লুফে নেন তিনি। ম্যাচটিতে মালয়েশিয়াকে ২ রানে হারায় বাংলাদেশ।
#৩
জাকেরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে চারের চেয়ে ছয়ের সংখ্যাই বেশিঃ
এখন পর্যন্ত খেলা ৫৩ ইনিংসে ৪৯টি ছয় মেরেছেন জাতীয় দলের এই নব্য হার্ড হিটার। রাজকীয়ভাবে যা তাঁর ব্যাট থেকে আসা চারের চেয়ে সংখ্যায় ৩টি বেশি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে সাতটি ছয় এবং ছয়টি চার মেরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এভাবেই হাই স্ট্রাইক রেটে খেলতে থাকলে চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে জাকেরের জায়গা পাওয়াটা এখন সময়ের অপেক্ষা।
#৪
জাকেরের টি-টোয়েন্টি ডেব্যু হয়েছে ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বেঃ
জাকেরের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আরো একটি মজার তথ্য হলো তাঁর প্রথম অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলেছেন জাকের। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসরে সেবার সিলেটের অধিনায়কত্ব করেছিলেন ডেভিড ওয়ার্নার। সেই আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে অভিষেক হয়েছিলো জাকেরের।
নিজের অভিষেক ম্যাচে পেসার শরিফুল ইসলামের বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন জাকের। তবে এই উইকেটকিপার ব্যাটার নিজের দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে ক্যারিবিয়ান তারকা হিটার ক্রিস গেইলকে প্যাভিলিয়নে পাঠান।
#৫
গতবছর জাকের জানান, নিজের ক্যারিয়ার নিয়ে তাঁর আত্মতুষ্টির কোনো সুযোগ নেইঃ
প্রায় ১২ মাস আগে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার নিজের করে নেন জাকের। এমন বড় একটি অর্জনের পর দেশের স্বনামধন্য একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জাকের জানান, তাঁর মতো তরুণ ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সেখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।
সেই সাক্ষাৎকারের এক বছর পর নিজেকে বাংলাদেশ দলে খুঁজে পেয়েছেন জাকের। দলে তিনি শুধু জায়গাই করে নেননি বরং বিস্ফোরক ইনিংস খেলে জাতীয় দলের কাঙ্ক্ষিত সেই হার্ড হিটার ফিনিশার হিসেবে নিজের অস্তিত্বেরও জানান দিয়েছেন।