ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩-০তে হোয়াইয়াটওয়াশ করলেও টি-টোয়েন্টির শুরুটা ভালো হল না বাংলাদেশের। বৃহস্পতিবার সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করে ১২ রানে হেরেছে স্বাগতিকরা। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের দেয়া ১৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান তোলে বাংলাদেশ। এ জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল আইরিশ নারীরা।
১৭০ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ঝড় তোলেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সোবহারা মোস্তারি। ওপেনিংয়ে জুটিতে ১২ ওভার শেষে ১০৩ রান তোলে তারা। এরপর মোস্তারি ৩৫ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৬ রান করে বিদায় নেন। তবে ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৪ রান করে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
দলীয় ১১০ রানে দিন উইকেট হারায় স্বাগতিকরা। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার দিলারা আক্তার। ৪১ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৯ রান করে বিদায় নেন তিনি। এরপর শারমিন আক্তার ও তাজ নাহার দলের হাল ধরেন। নাহার দারুণ শুরু করে ১৪ বলে ১৯ রান করে বিদায় নেন। শেষ দিকে শারমিন ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকলেও সতীর্থরা সুবিধা করতে পারেনি। ফলে ২০ ওভারে ১৫৭ রানে থামে বাংলাদেশ।
এর আগে অধিনায়ক ওপেনার গ্যাবি লুইস ও লিয়া পলের ঝড়ো ইনিংসে প্রথম টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। গ্যাবি লুইস ৪২ বলে ৭ বাউন্ডারি ও দুই ছক্কায় ৬০ রান করে বিদায় নেন। তবে রিয়া পল ৪৫ বলে ১০ বাউন্ডারি ও দুই ছক্কায় অপরাজিত ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া অবশ্য আয়ারল্যান্ডের আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি।