ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে বিদায় করেছেন পেসার হাসান মাহমুদ। নিজের চতুর্থ ওভারে শুভমান গিলকে বিদায় করেন এই পেসার।রোহিম ৬ ও গিল শুন্য রানে আউট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ভারতের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ২৯।
এদিন চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। এর আগে ইনিংসের শুরুতেই অল্পের জন্য বেঁচে যান রোহিত শার্মা। হাসান মাহমুদের ফুল লেংথ থেকে সিম মুভমেন্টে ভেতরে ঢোকা ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় আঘাত করে রোহিতের প্যাডে৷ বাংলাদেশের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
কিছুক্ষণ ভেবে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, মিডল স্টাম্পের ওপরের দিকে ছুঁয়ে যেত বল অর্থাৎ ‘আম্পায়ার্স কল।’ মাঠের আম্পায়ার নট আউট দেওয়ায় বিপদ ঘটেনি ১ রানে থাকা রোহিতের৷ তবে রিভিউ হারায়নি বাংলাদেশ। তখন ৪ ওভারে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮ রান।
তবে দ্বিতীয় সফায় আর বাঁচতে পারেনি রোহিত। দলীয় ১৪ রানের মাথায় হাসানের দুর্দান্ত বোলিং য়ে শান্তর হাতে ক্যাচ দেন রোহিত। অস্টম ওভারে শুভমান গিল হাসানের বলে শুন্য রানে লিটনের তালুবন্দি হন।