শুরু হওয়া পাক-লঙ্কা ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছে স্বাগতিক পাকিস্তান। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে টানটান উত্তেজনার লড়াই শেষে পাকিস্তান ৬ রানে জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে সালমান আগার সেঞ্চুরিতে (১০৫) পাকিস্তান ২৯৯ রান করে। জবাবে শ্রীলঙ্কা ৫০ ওভার খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করে।
২৯৯ রান করেও পাকিস্তানের সামনে একটা সময় হার চোঙ রাঙানি দিচ্ছিল। বিশেষ করে ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাটিং পাকিস্তানের কাছ থেকে ম্যাচ কেড়ে নেওয়ার উপক্রম করেছিল। নাসিম শাহ’র ফুল টস বলটি ঠিক মতো ব্যাটে লাগাতে পারলে বল বাতাসে ভেসে সীমানা পার হয়ে যাওয়ার কথা। কিন্তু হাসারাঙ্গা বলকে ঠিক মতো জায়গায় মারতে পারলেন না। বল চলে গেল লং অনে ফিল্ডিংয়ে থাকা বাবর আজমের কাছে। অভিজ্ঞ এই ক্রিকেটার বলকে তালুবন্দি করতে মোটেও ভুল করলেন না। এই বলটি সীমানা ছাড়া হলে ম্যাচের ফল ভিন্ন হতো তা বলার অপেক্ষা রাখে না। বাবর ক্যাচ লুফে নিতে পাকিস্তানের খেলোয়াড়রা উচ্ছ্বাসে মেতে ওঠে। শেষ হয় হাসারাঙ্গার ৫২ বলে ৫৯ রানে লড়াকু এক ইনিংস।
তার আগে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের শুরুটাও ছিল আশা জাগানিয়া। ওভার প্রতি প্রায় আট করে তারা রান জড়ো করছিল স্কোরবোর্ডে। ১১.৪ ওভারে যখন প্রথম উইকেটের পতন হয় তখন তাদের সংগ্রহ ৮৫ রান। আউট হন ৩৭ বলে ৩৮ রান করা কামিল মিশ্র। তাকে আউট করার মাঝ দিয়ে পাকিস্তান দারুণভাবে খেলা ফিরে আসে। শ্রীলঙ্কার দলীয় রান ৯০ হতে আরো দুই উইকেট হারায় তারা। তিনটি উইকেটই নেন হারিস রউফ। লম্বা একটা বিরতির পর শ্রীলঙ্কা চতুর্থ উইকেট হারায়। এটি হারিস রউফের একাউন্টে জমা হয়। নাসিম শাহ ও ফাহিম আশরাফ দুটো করে উইকেট পান। শাহীন শাহ আফ্রিদি উইকেট শূন্য থেকেছেন।
এর আগে পাকিস্তান ব্যাট হাতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। ৯৫ রান জড়ো হতেই চার উইকেট হারায় তারা। তবে পঞ্চম উইকেটে সালমান আগা ও হুসেন তালাতের ব্যাটিং স্বাগতিক দলের মুখে হাসি ফোটায়। ১৩৮ রানের জুটি তাদের। ৬৩ বলে ৬২ রান করে আউট হন তালাত। আর সালমান আগার সংগ্রহ ছিল ৮৭ বলে ১০৫ রান। এটা তার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ ২৩ বলে ৩৬ রান করেন।
ম্যাচের বড় একটা অংশ জুড়ে ছিল অতিরিক্ত রান। শ্রীলঙ্কা ১৩ ওয়াইডসহ ২৪ রান দিয়েছে। আর পাকিস্তান বোলাররা দিয়েছে ৩১ রান। এর মধ্যে ২৬টি ছিল ওয়াইড বল।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৯৯/৫ (সালমান ১০৫, তালাত ৬২, নেওয়াজ ৩৬, ফখর ৩২; হাসারাঙ্গা ৩/৫৪, আসিতা ১/৪২, তিকশানা ১/৬৪)।
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৩/৯ (হাসারাঙ্গা ৫৯, সামারাবিক্রমা ৩৯, মিশারা ৩৮, আসালাঙ্কা ৩২; রউফ ৪/৬১, আশরাফ ২/৪৯, নাসিম ২/৫৫)।
ফল: পাকিস্তান ৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সালমান আলী আগা।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ তে এগিয়ে।
