এশিয়া কাপের সুপার ফোরে কঠিন সূচি সামনে বাংলাদেশ দলের। সেই পথচলার প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা। ম্যাচে আলো কেড়ে নিয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। সমালোচনার ঝড় মাথায় নিয়েও ঝলমলে এক ইনিংসে মনে করিয়ে দিয়েছেন—ভাগ্য সব সময় সমান না হলেও চেষ্টা কখনো কম থাকে না।
সাম্প্রতিক সময়টা সহজ যাচ্ছিল না হৃদয়ের জন্য। ব্যাট হাতে একের পর এক ব্যর্থতা, কেবল হংকংয়ের বিপক্ষে পাওয়া রানও ছিল ধীরগতির। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয়ের মোড় ঘুরিয়ে দিলেন তিনি। সাইফ হাসান সাজঘরে ফেরার পর একপ্রকার চাপা উৎকণ্ঠা তৈরি হয় বাংলাদেশের ডাগআউটে। সেখান থেকেই হৃদয়ের ব্যাটে ভরসা খুঁজে পায় টাইগাররা। ৩৭ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে তুলে নেন ৫৮ রান—যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ের বার্তায় ফুটে ওঠে তার বাস্তবতা ও কৃতজ্ঞতা। লিখেছেন—
“চেষ্টা সবসময়ই থাকে, তবে ভাগ্য আর রিজিক হয়তো সবসময় একই থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চটা দিয়ে হলেও মাঠে লড়াই করব—এটাই প্রতিজ্ঞা।”
২৪ বছর বয়সী এই ব্যাটার সৃষ্টিকর্তার প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন—
“আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ আর ভালোর জন্য।”
এমন ইনিংসেই কি সমালোচকদের জবাব দিলেন হৃদয়? উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী ম্যাচগুলোতে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই কেবল নিজেকে সত্যিকারের ভরসাস্থলে পরিণত করতে পারবেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















