চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তবে দলের বিপদে জাকের আলীকে নিয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন তাওহিদ হৃদয়। ১১৯ বলে ৬৫ রানে জুটি গড়েছেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০৪/৫। তাওহিদ হৃদয় ৩৩ ও জাকের আলী ৩৪ রান করে ক্রিজে আছেন।
এর আগে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ওভারের শেষ বলে মোহাম্মদ শামির বলে শুণ্য রানে রাহুলের হাতে ক্যাচ দেন সৌম্য। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুন্য রানে হার্ষিত রানার বলে কোহলির তালুবন্দি হন।
দলীয় ২৬ রানের মাথায় শামির বলে গিলের তালুবন্দি হন মিরাজ। ১০ বলে ৫ রান করেন তিনি। তবে ভালো শুরুর পর ইনিংসের নবম ওভারে ব্যক্তিগত ২৫ রান করে অক্ষর প্যাটেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। একই ওভারের পরের বলে শুণ্য রানে বিদায় নেন মুশফিক। ফলে ৮.৩ ওভারে ৫ উইকেট হারায়।
এর আগে বৃহস্পতিবার দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারত-বাংলাদেশের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়।