হেরে যাওয়া ম্যাচে ইংলিশ ব্যাটারদের দারুণ কীর্তি

২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দিনেই অনন্য এক নজির তৈরি হয়েছে। এমন এক ঘটনা ঘটেছে বিশ্বকাপে তো বটেই ওয়ানডে ক্রিকেটে  আগে কখনো ঘটেনি। প্রথম ম্যাচে হারা ইংল্যান্ড দল ঘটিয়েছেন সেই কাণ্ড। তাদের সব ব্যাটারই দুই অংকের রান করেছেন। ইংল্যান্ডের ইনিংসে একটি মাত্র সিঙ্গেল ডিজিটের রান রয়েছে। সেটি হচ্ছে অতিরিক্ত রান। এই স্কোরটা দুই অঙ্কের রান ছুঁতে পারেনি।

বৃহষ্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতেছিল নিউজিল্যান্ড। তার আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের সুযোগ দেয়। ৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৮২ রান করে। জো রুট করেছেন সর্বোচ্চ রান। তার ব্যাট থেকে এসেছে ৭৭ রান। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান যথাক্রমে ৩৩ ও ১৪ রান করেন। অন্য ব্যাটাররা কম বেশি রান করেছেন, তবে সবাই দুই অংক ছুয়েছেন। হ্যারি ব্রুক (২৫), মঈন আলী (১১), জস বাটলার (৪৩), লিয়াম লিভিংস্টোন (২০), স্যাম কুরান (১৪), ক্রিস ওকস (১১), আদিশ রশিদ (১৫) ও মার্ক উড (১৩)।

এমন কীর্তি গড়ার পরও ইংল্যান্ড হাসতে পারেনি। শুধু তাই নয়, ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি। ৯ উইকেটে বিশাল ব্যবধানে হেরেছে তারা। নিউজিল্যান্ডের দুই ব্যটার সেঞ্চুরি করেছেন। ডেভন কনওয়ে ১৫২ রানে অপরাজিত। আর রাচিন রবিন্দ্র ১২৩ রানে।

Exit mobile version