ভারত সফরে টেস্টে ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজে হার! এবার হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। গোয়ালিয়র, দিল্লির ব্যর্থতা ভুলে হায়দরাবাদে জয় চায় টিম টাইগার্স।
সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে জয় দিয়ে বিদায় জানাতে চায় শান্তবাহিনী। সে লক্ষ্যে একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। ফিরতে পারেন ওপেনার তানজিদ তামিম ও অলরাউন্ডার শেখ মেহেদি। ভারতের হায়দাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।
বাংলাদেশের ফিল্ডিং কোচ নিক পোথাস তৃতীয় ম্যাচ নিয়ে বলেন,‘একজন যদি ৯৫-১০০ কেজি ওজনের হয়, আরেকজন যদি হয় ৬৫ কেজির তাহলে সে তো বেশি দূর বল পাঠাবেই। অবশ্য এখানে টাইমিং, টেকনিক সব আছে। আমরা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছি।
এছাড়া কোচ নিক পোথাস আরও বলেন, আমার মনে হয় আপনাদের স্মৃতি শক্তি বেশ কম। কয়েকদিন আগেই আমরা পাকিস্তানকে ওদের মাটিতে হারিয়েছি। বিশ্বকাপে সুপার এইটে খেলেছি যা আগে কখনো হয়নি। এমনকি নিউজিল্যান্ড সফরে গিয়েও আমরা জিতেছি। গেল ১২ মাসে আমাদের অনেক উন্নতি হয়েছে। ‘