দেখতে অন্যদের মতো খুব একটা আকর্ষণীয় কিংবা বাকপটু! কোনটাই নন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু একটা বৈশ্বিক শিরোপার জন্য মরীয়া প্রোটিয়া দলটার অধিনায়ক অনেক দিন ধরেই। এর অন্যতম কারণ দলটার প্রতি তার নিবেদন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এইডেন মার্করামের সেঞ্চুরির বিপরীতে বাভুমার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৭ বছর পর আইসিসি’র একটা শিরোপা এনে দিলো চোকার্স! দক্ষিণ আফ্রিকাকে।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দেওয়া ২৮২ রানের টার্গেট পূরণে তৃতীয় দিন শেষেই কাছাকাছি চলে যায় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য তাদের প্রয়োজন আর মাত্র ৬৯ রান। হাতে ছিলো ৮ উইকেট ও দুই দিন। তবুও প্রতিপক্ষ যেহেতু অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার আছে ভেঙে পড়ার ইতিহাস ফলে জোর দিয়ে কোন কিছুই বলা সম্ভব নয়। তবে ম্যাচ শেষে সব আলোচনা ছাপিয়ে গেছে, চোট নিয়েও বাভুমার লম্বা সময় ধরে ব্যাটিং করার বিষয়টি।

তৃতীয় দিন শেষে বাভুমা ৬৫ এবং মার্করাম ১০২ রান নিয়ে অপরাজিত ছিলেন। বাভুমাকে লম্বা সময় ধরে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে টিকে থাকতে হয়েছে। প্রায় ৩৩ ওভার ব্যাটিং করেছেন তিনি বাভুমা। ‘টি-ব্রেকের’ আগে চোট পেয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু দলের ছন্দপতন হতে পারে এবং অন্যদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ার শংকায় বাভুমাকে রিটায়ার্ড হার্ট দেখিয়ে উঠিয়ে নেয়নি প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। দলটার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানিয়েছেন, এইডেন মার্করামের ব্যাটিংয়ে ছন্দপতন হতে পারে ভেবেই আমরা তাকে ব্যাটিং করে যেতে বলেছি।’