সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। প্রথমে পেসার তাসকিন আহমেদ ও স্পিনার সাইফ হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডাচদের ১৩৬ রানে বেধে রাখা পরে অধিনায়ক লিটন দাসের হাফ সেঞ্চুরির পাশাপাশি সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত হয়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস দিতে শুরুতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে কোন ডাচ ব্যাটারই সুবিধা করতে পারেননি। ফলে নির্ধারিত বিশ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নেদারল্যান্ডসকে।
বাংলাদেশের পক্ষে চার ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন পেশার তাসকিন আহমেদ এছাড়া দুই উইকেট পেয়েছেন স্পিনার সাইফ হাসান। দুই ওভারে ১৮ রান দিয়েছেন সাইফ। এছাড়া মুস্তাফিজুর রহমান পেয়েছেন এক উইকেট। তিনি চার ওভারে দিয়েছেন ১৯ রান।
১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ২৬ রানে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন ব্যক্তিগত ১৫ রানে। ইমনের আউটের পর উইকেটে এসে ঝড় তোলেন অধিনায়ক লিটন কুমার দাস।
২৪ বলে ২৯ রান করা তানজিদ হাসান তামিম আউট হলে লিটনের সাথে যোগ দিয়ে সাইফ হাসানও খেলেন ঝড়ো ইনিংস। ইনিংস সর্বোচ্চ ২৯ বলে ৫৪ রান আসে লিটনের ব্যাটে। ১৯ বলে ৩৬ রান করেন সাইফ হাসান।
