ব্যাটিং ব্যর্থতায় মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪০.১ ওভারে ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগেই ৬ উইকেটে হারায় স্বাগতিকরা। লাঞ্চের পর ১৪ ওভারে বাকি ৪ উইকেট হারায় ।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরে-ই-বাংলায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি। দিনের শুরুতেই শুন্য রানে বিদায় নেন সাদমান ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারে উইয়ান মুল্ডারের বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
চতুর্থ ওভারে উইয়ান মুল্ডারের বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন অভিজ্ঞ মুমিনুল হক। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে থাকা বাংলাদেশের চাপ বাড়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ৭ বলে মাত্র ৭ রান করে উইয়ান মুল্ডালের বলে ক্যাচ দেন শান্ত। বাংলাদেশের দলীয় রান তখন ৩.৩ ওভারে ২১।
এরপর বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন পেসার রাবাদা। মুশফিকুর রহিমকে ১১ ও লিটন দাসকে ১ রানে বিদায় করেন এই পেসার। সবশেষ লাঞ্চের আগে মেহেদী হাসান মিরাজ ১৩ রান করে কেশভ মহারাজের বলে এলবিডাব্লিউর ফাঁদে পেরেন।
লাঞ্চের পর দ্রতই বিদায় নেন মাহমুদুল হাসান জয় ৩০, অভিষিক্ত জাকের আলী ২, নাঈম হাসান ৮ ও তাইজুল ইসলাম ১৬ রানে। বল হাতে কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডার ও কেশভ মহারাজ তিনটি করে উইকেট নেন।