মিরপুরের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অলআউট হওয়ার আগে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
দলের ব্যাটিং ব্যর্থতার দিনে ৫৫ ৫৫ রান আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন শেখ মাহেদী হাসান। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
পাকিস্তানের পক্ষে সালমান মির্জা চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন। ২৩ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন আহমেদ দানিয়েল। আব্বাস আফ্রিদী দুই উইকেট পেতে খরচ করেছেন ৩৭ রান। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নেওয়াজ। রান আউটের শিকার হয়েছেন বাংলাদেশের অন্য দুই ব্যাটসম্যান।
২০ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচেও জয়ের প্রত্যাশা টিম টাইগার্সের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















