১৩৮ রানেই গুটিয়ে গেলো দ. আফ্রিকা

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

২৮ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২১২ রানে অল আউট করার স্বস্তিতে থাকা সম্ভব হলো দক্ষিণ আফ্রিকার ব্যাটারদেরও। প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গেলো ১৩৮ রানে।

মূলত অজি অধিনায়ক প্যাট কামিন্সের নিয়ন্ত্রিত পেসের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটাররা। ১৮.১ ওভার বোলিং করে ৬ মেইডেন ও ২৮ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছেন কামিন্স।

অজি অধিনায়কের ৬ উইকেট শিকারের ঘটনা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে কোন বোলারের জন্য সর্বোচ্চ উইকেট প্রাপ্তির ঘটনা। কামিন্সের এমন কীর্তিতে দেড়শ’র আগেই অলআউট দক্ষিণ আফ্রিকা। ফলে ৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিয়ে নামে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২১২ রান তুলেছিলো অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৫৭ ওভার ১ বলে ১৩৮ রানের বেশি করতে পারেনি টেম্বা বাভুমার দল। দলটির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন ডেভিড বেডিংহ্যাম।

Exit mobile version