পাকিস্তানের ক্রিকেটে চলছে দুঃসময়। কোথাও সাফল্য নেই। এমন সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। লাহোরে খেলছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ফলাফল কি হবে তা জানার জন্য অন্তত তিন থেকে চার দিন অপেক্ষায় থাকতে হবে। তবে প্রথম দিন শেষে কিছুটা স্বস্তিতে তারা। ব্যাটারদের কল্যাণে প্রথম দিন শেষে স্কোর বোর্ডে ৩১৩ রান জমা করেছে। হারিয়েছে ৫ উইকেট। অর্থাৎ রান সমৃদ্ধ করতে তারা সময় পাচ্ছে।
ম্যাচের পুরো দিনের মাত্র স্বল্প সময়ের জন্য দক্ষিণ আফ্রিকা আধিপত্য করার সুযোগ পেয়েছে। আর সেই সুযোগ তারা ম্যাচ থেকে প্রথম দিনে অস্বস্তিতে পড়ার হাত থেকে রক্ষা পেয়েছে। চা বিরতির আগে সেই স্বল্প সময়ের দাপটে তারা পাকিস্তানের তিনটি উইকেট তুলে নেয়। সেই দাপটে পাকিস্তান ২ উইকেটে ১৯৯ রান থেকে ৫ উইকেটে ১৯৯ রান হয়ে যায়। ইমাম উল হক (৯৩), সৌদ শাকিল (০) ও বাবর আজম (২৩) এর উইকেট হারায়। ফলে বড় একটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই অবস্থা থেকে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা দলকে উদ্ধার করেন। ষষ্ঠ উইকেটে ১১৪ রানের অপরাজিত জুটি গড়েন তারা। রিজওয়ান ৬২ রানে ও সালমান আগ ৫২ রানে অপরাজিত।
মাত্র ১৪ বলের ব্যবধান বিনা রানে তিন উইকেট তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার সিমন হারমার ও সিনুরান মুথুসামি।
দিনের শুরুতে বড় একটা ধাক্কা হজম করতে হয় পাকিস্তানকে। প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। তিন বলে ২ রান করে রাবাদার বলে এলবিডব্লিউ হন। তারপর দ্বিতীয় উইকেটে ইমাম উল হক ও অধিনায়ক শন মাসুদ দলকে বিপদ থেকে উদ্ধার করেন।ইমাম সেঞ্চুরিতে পৌঁছানোর আগে ৯৩ রানে বিদায় নেন। শন মাসুদ করেছিলেন ৭৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৯০ ওভারে ৩১৩/৫ ( ইমাম ৯৩, শান মাসুদ ৭৬, রিজওয়ান ৬২*; মুতুসামি ২/১০১, হারমার ১/৭৫)
প্রথম দিন শেষে
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















