১ কোটি ১০ লাখে চিটাগাংয়ে নাঈম শেখ অবিক্রিত মুশফিক-রিয়াদ

১ কোটি ১০ লাখে চিটাগাংয়ে নাঈম শেখ অবিক্রিত মুশফিক-রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিলামে বড় চমক দেখিয়েছেন ওপেনার নাইম শেখ। বিপিএলে ১ কোটি ১০ লাখে তাকে কিনেছে চিটাগং। তবে নিলামে অবিক্রিত জাতীয় দলের অভিজ্ঞ দুই তারকা ক্রিকেটার মুশফিক-মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার নিলামের ঢাকার একটি হোটেলে রোববার বিকেল সাড়ে চারটার পরপর শুরু হয় বিপিএল নিলামের আনুষ্ঠানিকতা। নিলামে বি’ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয়েছিল মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি ৬ ফ্র্যাঞ্চাইজির কেউ।

অন্যদিকে নিলামের শুরুতেই ডাকা হয় নাঈম শেখের নাম। এই ওপেনার আছেন ‘এ’ ক্যাটাগরিতে। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ টাকা। ১ কোটি ১০ লাখে তাকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। এছাড়া ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে।

Exit mobile version