সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে অর্ধেক সময়ের খেলা বৃষ্টিতে ভেস্তে গেছে। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩১৩ রানের জবাবে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১১৬ রান। এখনও তারা পিছিয়ে ১৯৭ রানে।
এর আগে, বিনা উইকেটে ছয় রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন দুই অস্ট্রেলিয় ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। দিনের প্রথম ঘন্টা নিরাপদে পার করলেও লাঞ্চ বিরতির আগে মনোসংযোগ হারান বিদায়ী টেস্ট খেলা ওয়ার্নার। ইনিংসের ২৫তম ওভারে ব্যক্তিগত ৩৪ রানের সময় আগা সালমানের বলে বাবর আজমের তালুবন্দী হন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার রান তখন ৭০।
মধ্যাহ্ন বিরতিতে (লাঞ্চ ব্রেক) যাওয়ার সময় স্বাগতিকদের রান ছিলো এক উইকেটে ৭৮। এদিন প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। দ্বিতীয় সেশনের শুরুতে আরও একটা উইকেট তুলে নেয় পাকিস্তান। এবার তাদের শিকার উসমান খাজা। ৪৭ রান করা খাজাকে ফেরান আমের জামাল।
দ্বিতীয় সেশনের এক ঘন্টা খেলা হওয়ার পর (ড্রিংস ব্রেক) পানি পানের বিরতিতে যায় উভয় দলই। অস্ট্রেলিয়ার রান তখন ৪৫ ওভার শেষে ২ উইকেটে ১০৮। আর উসমান খাজা আউট হন ৪৪তম ওভারের তৃতীয় বলে। এই সময় খেলা হয়েছে ১৫ ওভার।
স্টিভ স্মিথ মাত্র ৭ বল মোকাবিলা করেন। এই সময়ে তার ব্যাটে আসে ৬ রান। অন্যপ্রান্তে মারনাস লাবুশেনের নামের পাশে অপরাজিত ২৩ রান।
প্রথম দিন পাকিস্তান দল ৩১৩ রানে তাদের প্রথম ইনিংসে অলআউট হয়। ৯৬ রানে টপ অর্ডারের পাঁচ উইকেট হারানো দলটার এই রান এসেছে মিডল ও লোয়ার অর্ডারে মোহাম্মদ রিজওয়ানের ৮৮, আগা সালমানের ৫৩ ও আমের জামালের ৮২ রানের কল্যাণে।
অস্ট্রেলিয়ার পক্ষে অধিনায়ক প্যাট কামিন্স ৬১ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। দুই উইকেট প্যাট কামিন্সের। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজলউল, স্পিনার নাথান লিওন ও মিচেল মার্শ।
পার্থ ও মেলবোর্নে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এই সিরিজ খেলেই সাদা পোষাকের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ডেভিড ওয়ার্নার। ফলে এই সিরিজকে বলা হচ্ছে ওয়ার্নারের বিদায়ী সিরিজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














