টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার পর এখন ওয়ানডে ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতীয় দলে এই দুজনের অভিজ্ঞতা অপরিসীম, মানেও অটুট। কিন্তু সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, আর সেখানে জায়গা পেতে হলে শুধু সুনাম নয়, ফিটনেস ও পরিশ্রমেই পাস নম্বর তুলতে হবে এমনই স্পষ্ট শর্ত বেঁধে দিয়েছেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল।
সাবেক প্রোটিয়া পেসার পরিষ্কার জানিয়ে দিয়েছেন,
“একটাই শর্ত, ওদের নিয়মিত ফিট থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা বেড়েছে। কেবল এক ফরম্যাটে খেলার কারণে দীর্ঘ মেয়াদে ধারাবাহিক রান ধরে রাখা কতটা সম্ভব—এই নিয়েও রয়েছে প্রশ্ন। এমনকি গুঞ্জন আছে, নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস নিশ্চিত করতে দুজনকে বিজয় হাজারে ট্রফিতেও খেলানো হতে পারে।
অস্ট্রেলিয়া সিরিজে রোহিত ছিলেন উজ্জ্বল। একটি সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি, আর সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছিলেন তিনি। কোহলির শুরুটা ছিল আরও কঠিন। প্রথম দুই ম্যাচে শূন্য, পরে সিডনিতে অপরাজিত ৭৪ রানে নিজের ফর্মের পরিচয় দেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মর্কেল রোহিত কোহলির প্রতি আস্থা প্রকাশ করে বলেন,
“ওরা চ্যাম্পিয়ন ক্রিকেটার। যতক্ষণ নিজেদের ফিট রাখবে এবং কাজ করে যাবে, ততক্ষণ দলে তাদের গুরুত্ব অমূল্য। অভিজ্ঞতা কোনোভাবে কেনা যায় না।ওরা তা অর্জন করেছে।”
মর্কেলের আরও মন্তব্য,
“মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকলে তারা অবশ্যই বিশ্বকাপে খেলতে সক্ষম হবে। তবে এখনো অনেক সময় বাকি, সামনে আরও পরীক্ষা আছে।”
