সিলেটে টেস্টে চতুর্থ দিন জয়ের অপেক্ষায় বাংলাদেশ। টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। শুক্রবার চতুর্থ দিনে লাঞ্চের আগেই ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিততে বাংলাদেশের চাই আর ২ উইকেট।
বাংলাদেশের চেয়ে ১০৩ রানে পিছিয়ে থেকে লাঞ্চ বিরতিতে দুই দল। লাঞ্চ বিরতিতে আইয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৯৮ রান।
তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২১৫ রানে পিছিয়ে ছিল আইরিশরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে আইয়ারল্যান্ড সব উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে। জবাবে জবাবে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে ৩০১ রানের লিড পায় টাইগাররা। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান।
বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি পয়েছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। জয় ১৭১ ও শান্ত ১০০ রান করেন। এছাড়া সাদমান ৮০ ও মুমিনুল ৮২ রান করেন। ছয়ে নেমে লিটন দাস করেন ৬০ রান। দেশের মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর।
এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৫৬০ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই সংগ্রহ পেয়েছিল তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















