বিকাল পৌনে ৩ টার দিকে আলো স্বল্পতার কারণে জাকির হাসান ও মমিনুল হক সৌরভ যখন উইকেট ছাড়েন তখন বাংলাদেশের সংগ্রহ ছিলো ২ উইকেটে ৩৮ রান। প্রথম ইনিংসে ৮ রানে পিছিয়ে থাকায় বাংলাদেশের লিড তখন ৩০ রানে।
আম্পায়াররা কয়েকদফা লাইট মিটার ব্যবহার করে খেলা শুরু করার মতো আলো পাননি ফলে তৃতীয় দিনের খেলা শেষ করার নির্দেশ দেন দুই আম্পায়ার পল রেইফেল ও রড টাকার খেলা বন্ধের নির্দেশ দেন।
শেষবার বিকাল ৪ টা দুই মিনিটে এই দুই অস্ট্রেলিয়ান আম্পায়ার মাঠে আসেন।
শনিবার চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল সোয়া ৯ টায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















