ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফিতে গোয়ার দুই ব্যাটসম্যান স্নেহাল কৌথঙ্কর ও কাশ্যপ বাকলে দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস গড়লেও বিশ্ব রেকর্ড হাতছাড়া করেছেন অল্পের জন্য। অরুণাচল প্রদেশের বিপক্ষে প্লেট পর্বের ম্যাচে তৃতীয় উইকেট জুটিতে তারা তুলেছেন ৬০৬ রান, যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। প্রথম ইনিংসে গোয়া ২ উইকেটে ৭২৭ রানে ইনিংস ঘোষণা করলে ৬২৪ রানের বিশ্ব রেকর্ড থেকে ১৯ রান দূরে থেকে যায় কৌথঙ্কর–বাকলের জুটি।
২০০৬ সালে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২৪ রানের এই রেকর্ড গড়েছিলেন, যা এখনো অক্ষত রয়েছে। গোয়া অধিনায়ক দর্শন মিশাল হয়তো কৌথঙ্কর ও বাকলের ব্যক্তিগত ট্রিপল সেঞ্চুরি নিশ্চিত করতে চেয়েছিলেন বলেই ইনিংস ঘোষণা করেন। কৌথঙ্কর করেন অপরাজিত ৩১৪ রান, মাত্র ২১৫ বলে, ইনিংসে ছিল ৪৫টি চার ও ৪টি ছক্কা। বাকলে ৩০০ রান করেন ২৬৯ বলে, ৩৯টি চার ও ২টি ছক্কার মার সহ।
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দুজন ব্যাটসম্যানের ট্রিপল সেঞ্চুরির নজির এ নিয়ে দ্বিতীয়বার দেখা গেল। এর আগে ১৯৮৮–৮৯ মৌসুমে তামিল নাড়ুর ডব্লুভি রমন (৩১৩) ও অর্জুন ক্রিপাল (৩০২*) এই কীর্তি গড়েছিলেন।
এছাড়াও, কৌথঙ্করের ২০৫ বলে করা ট্রিপল সেঞ্চুরিটি প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় দ্রুততম। এ তালিকার শীর্ষে আছেন হায়দরাবাদের তন্ময় আগরওয়াল, যিনি ২০২৩ সালে অরুণাচল প্রদেশের বিপক্ষে ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি করেন। বাকলের ২৬৯ বলে করা ট্রিপল সেঞ্চুরি দ্রুততমের তালিকায় নবম।