একটা সময় ব্যাট বল হাতে ক্রিকেট বিশ্ব শাসন করেছে ওয়েস্ট ইন্ডিজ। কালের পরিক্রমায় সেই দাপট আর নেই দেশটির। যখন তখন যার তার কাছে হার খুবই স্বাভাবিক ঘটনা। গত কয়েক বছর তো বাংলাদেশও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ছেলেখেলা করেছে। টাইগাররা একের পর এক ম্যাচে হারিয়েছে বিশ্ব ক্রিকেটের সাবেক শাসকদের।
নিজেদের মাঠে হোক, প্রতিপক্ষের মাঠে হোক বা নিরপেক্ষ ভেন্যুতে হোক সর্বত্রই ছিল বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য। গতকাল রোববার সেন্ট কিটসে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচটি ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৪৫তম লড়াই। এ ম্যাচে ৫ উইকেটে জয়ের মাঝ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে হারের সীমা থেকে রক্ষা পেয়েছে। এ ম্যাচের আগে টানা ১১ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে সাবেক বিশ্ব শাসকরা।
রোববারের ম্যাচের আগে উভয় দলের জয়-পরাজয়ের পাল্লা ছিল সমানে সমান। ওয়েস্ট ইন্ডিজের জয় ছিল ২১ম্যাচে, বাংলাদেশেরও ম্যাচ জয়ের সংখ্যা ছিল ২১। রোববারের ম্যাচে জয়ের মাঝ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেছে। এ ম্যাচে জয়ের আগে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল ছয় বছর আগে। ২০১৮ সালে ১১ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে তারা বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছিল।
১৯৯৯ সালের ২১ মে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার মুখোমুখি হয়েছিল। ডাবলিনে সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয় পেয়েছিল। সে থেকে ২০০৭ সাল পর্যন্ত ১৩ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অপরাজিত ছিল। এর মধ্যে ১১ ম্যাচে জয় দুই ম্যাচে ফলহীন।
২০০৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের দেখা পায়। তারপর থেকে কখনো বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে কখনো ওয়েস্ট ইন্ডিজ। এভাবে চলার পর ২০১৮ সালের ১৪ ডিসেম্বর থেকে একচ্ছত্র আধিপত্যের শুরু করেছিলো বাংলাদেশ। যেখানে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে সেখানে জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। জয় পেয়েছে টানা ১১ ম্যাচ, তারপর সর্বশেষ ম্যাচে হারের মাঝ দিয়ে বাংলাদেশের সেই জয়ে ছেদ পড়েছে।