আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে নিউজিল্যান্ডের আমেলিয়া কের এবং পাকিস্তানের নোমান আলীকে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কের এই পুরস্কার অর্জন করেছেন, আর পাকিস্তানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্মেন্সের জন্য নোমান আলী নির্বাচিত হয়েছেন।
অক্টোবর মাসে ১৬০ রান ও ১৯ উইকেট নিয়ে কের নিজের ক্যারিয়ারে এক নতুন উচ্চতায় পৌঁছান। নিউজিল্যান্ডের প্রথম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ফাইনালে তার ৪৩ রান এবং ৩ উইকেট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও অর্জন করেন তিনি। এটি কেরের দ্বিতীয়বারের মতো প্লেয়ার অব দ্য মান্থ খেতাব জয়, প্রথমটি তিনি পেয়েছিলেন ফেব্রুয়ারি ২০২২ সালে। পুরস্কার পেয়ে কের বলেন, “বিশ্বমানের অনেক খেলোয়াড় থাকায় এই সম্মান আমার জন্য বিশেষ। এটি আমার জন্য গর্বের এবং দল, কোচ, পরিবারসহ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে, পাকিস্তানি স্পিনার নোমান আলী টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে ২০ উইকেট শিকার করেন। দ্বিতীয় টেস্টে তার ৮ উইকেটের অসাধারণ পারফর্মেন্স পাকিস্তানকে ১৫২ রানে জয় এনে দেয়। এ জয়ের মাধ্যমে নোমান আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নেন। এই পুরস্কার পেয়ে নোমান বলেন, “দেশের জন্য এমন ঐতিহাসিক সিরিজ জয় এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া আমার জন্য দারুণ সম্মানের।”