আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শারজায় চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছিল আফগানিস্তান। আর গতকাল মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকে হারিয়ে তারা ফাইনালে খেলা নিশ্চিত করেছে। ১৮ রানে জয় পেয়েছে তারা।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৫ উইকটে হারিয়ে ১৬৯ রান করে। জবাবে পাকিস্তান ১৫১ রান করতে সমর্থ হয়।
হারলেও তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান শীর্ষে রয়েছে। আফগানিস্তানেরও পয়েন্ট ৪। উভয় দল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলবে টুর্নামেন্টের অপর দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
এদিকে এ জয়ের ফলে আফগানিস্তান প্রতিশোধ নেওয়ার কাজটাও ভালোভাবে করেছে। আগের ম্যাচে তারা পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল।
এ ম্যাচে পাকিস্তানকে বড় লজ্জার হাত থেকে রক্ষা করেছেন হারিস রউফ। লোয়ার অর্ডার এই ব্যাটার দলের সর্বোচ্চ স্কোরারও বটে। বিধ্বংসী ব্যাটিং করে শেষ দিকে ১৬ বলে তিনি ৩৪ রান করেন। এর আগে ওপেনার সায়েম আইয়ুব বিনা রানে আউট হলে পাকিস্তান বিপদে পড়ে। সেই অবস্থা থেকে আর কেউ ত্রাতা হতে পারেননি। বরং রশিদ খান, মোহাম্মদ নবী আর নুর আহমদের বলে নাস্তানাবুদ হয়েছেন। তিনজনেই দুটো করে উইকেট নেন। আফগান স্পিনারদের সামনে অসহায় ছিলেন পাক ব্যাটাররা।
এর আগে ব্যাট হাতে সেদিকুল্লাহ অতল আর ইব্রাহিম জাদরানের ব্যাটিং পাকিস্তান বোলারদের নাভিশ্বাস তোলে। দ্বিতীয় উইকেটে তারা ১১৩ রানের জুটি করে পাকিস্তানের বোলারদের মুখ থেকে স্বস্তি মুছে দেন। অতল ৬৪ ও জাদরান ৬৫ রান করেন। উভয়ে ৪৫ বল মোকাবেলা করেন। ফাহিম আশরাফ ৪ উইকেট নিলেও দলকে স্বস্তি এনে দিতে পারেন।
