অনির্দিষ্টকালের জন্য টেস্ট ক্রিকেটকে বিদায় রশিদ খানের

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের রশিদ খান। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে খেলবেন না তিনি। ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠেয় ওই টেস্টের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড যে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সেখানে রশিদ খানের নাম নেই।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেয়া রশিদ খানকে গত বছরের নভেম্বরে লোয়ার ব্যাক ইনজুরির কারণে অপারেশন করাতে হয়েছিলো। কিন্তু ওয়ার্ক লোড কমানোর জন্য ডাক্তারদের পরামর্শের কারণেই আপাতত টেস্ট ক্রিকেটে তাকে আর দেখা যাবে না।

এই প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেটের মিডিয়া ম্যানেজার নাসির খান বলেছেন, ‘ডাক্তারদের পরামর্শের কারণেই রশিদ খানকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে হচ্ছে। কেননা সার্জারি পরবর্তী ওয়ার্ক-লোড ম্যানেজমেন্টের কারণেই তাকে এখন থেকে বেছে বেছে খেলতে হবে’।

Exit mobile version