ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলকে নিয়ে তিন দলের প্রস্তুতি সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। সেই সিরিজের চতুর্থ ম্যাচে আজ বিকেএসপিতে অ-১৫ ছেলেদের মুখোমুখি হয়েছিল বিসিবি নারী লাল দল। ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হয়েছে তারা—২০.৪ ওভারে অলআউট হয়েছে মাত্র ৪৯ রানে।
নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান এসেছে শারমিন সুলতানার ব্যাট থেকে। ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে শুরুতেই ধাক্কা খায় লাল দল—প্রথম ওভারেই ৪ রানে বিদায় নেন ইশমা তানজিম। এরপর দ্বিতীয় উইকেটে শারমিন ও সুমাইয়ার ২৭ রানের জুটি কিছুটা আশা জাগালেও তা স্থায়ী হয়নি। অমিত কুমারের বলে বোল্ড হয়ে ফেরেন শারমিন (২২ বলে ১৮)। সেখান থেকেই শুরু হয় উইকেট পতনের ধস।
তৃতীয় ব্যাটার হিসেবে নামা সুমাইয়া করেন দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান। জ্যোতি খেলেন ১৪ বল, করতে পারেন মাত্র ১ রান। দলের শেষ পাঁচ উইকেট যায় মাত্র ৪ রানে। এক পর্যায়ে এক উইকেটে ৩১ রান থাকা দলটি মুহূর্তেই চার উইকেটে ৩৫ এবং পরে অলআউট হয়ে যায় ৪৯ রানে।
অ-১৫ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব—দুজনই নেন তিনটি করে উইকেট। অমিত শিকার করেন দুটি এবং মাহিন হোসাইন আলিফ একটি উইকেট। চলমান সিরিজে এর আগের মুখোমুখি লড়াইতেও বড় ব্যবধানে জয় পেয়েছিল ছেলেদের অ-১৫ দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















