অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের যুবারা। দুই ম্যাচ থেকে বাংলাদেশের পয়েন্ট ৪। সংযুক্ত আরব আমিরাতে চলমান টুর্নামেন্টে শ্রীলঙ্কার সংগ্রহ দুই ম্যাচে ২ পয়েন্ট। শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। সংযুক্ত আরব আমিরাতে বেলা ১১.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

জয় পেলেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে নাম লেখাবে। অন্যদিকে শ্রীলঙ্কার গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প নেই। এখানে শেষ নয়, তাদের জয়ের ব্যবধান নূন্যতম হলে হবে না, হতে হবে বড় ব্যবধানে।

তবে গ্রুপ সেরার লড়াই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সীমাবদ্ধ নয়। হঠাৎ করে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতও এ লড়াইয়ে নাম লিখিয়েছে। প্রথম ম্যাচে আরব আমিরাত বাংলাদেশের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শামিল হয়েছে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কার স্পষ্ট আধিপত্য। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় দ্বীপ দেশটির। একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সর্বশেষ ম্যাচের ফলাফল বাংলাদেশ আশাবাদী হতেই পারে। গত ২৬ মার্চ শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। তাছাড়া চলমান টুর্নামেন্টের পারফরম্যান্স বাংলাদেশের পক্ষে কথা বলছে।

গ্রুপে বাংলাদেশ একমাত্র অপরাজিত দল। দুই ম্যাচের দুটোতেই জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। শ্রীলঙ্কার সাফল্য ও ব্যর্থতা আধাআধি। এক ম্যাচ জয় এক ম্যাচে হার। একমাত্র জয় এসেছে গ্রুপের সবচেয়ে দুর্বল দল জাপানের বিপক্ষে।

বাংলাদেশের সমস্যা যে নেই তা নয়। দলটির ব্যাটাররা এখনো পরীক্ষার মুখে পড়েনি। উভয় ম্যাচে দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম দলকে টেনে নিয়েছেন। আমিরাতের বিপক্ষে এই দুই ব্যাটার আউট হওয়ার পর অন্যরা তেমন একটা সুবিধা না করতে পারলেও বাংলাদেশের জয় পেতে সমস্যা হয়নি।

জাপানের বিপক্ষেও একই অবস্থা। এমন অবস্থায় অন্য ব্যাটাররা পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি। আজ অন্য ব্যাটারদের সামনে সেই সুযোগ। এ সুযোগ কাজে লাগাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে আর কোনো বাধা থাকবে না।

আরব আমিরাতের আজ শেষ ম্যাচে জাপানের বিপক্ষে। গ্রুপে জাপান সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ। প্রতি ম্যাচেই জাপান বড় ব্যবধানে নাস্তানাবুদ হয়েছে। আজ আমিরাতের বিপক্ষে তাদের ভাগ্যের যে পরিবর্তন হবে না তা সহজেই বলা যায়। আমিরাত বড় জয় প্রত্যাশাই করতেই পারে। আর তা হলে তারা রানরেটে যে কোনো দলকে টপকে যেতে পারে।

Exit mobile version