অনূর্ধ্ব-১‌৯ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে উড়ে গেলো জাপান

ক্রিকেট মাঠের শক্তির বিচারে দুই দলের পার্থক্য যোজন যোজন। ফলে প্রত্যাশা যেমন ছিল ফল তেমনটাই হয়েছে অনূর্ধ্ব-১‌৯ এশিয়া কাপে। জাপানকে এক প্রকার উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। প্রতিপক্ষকে ৯৯ রানে অল আউট করে মাত্র ১১.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় টাইগাররা।

দুবাইতে চলমান টুর্নামেন্টে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচে গ্রুপের সবচেয়ে দুর্বল দল জাপানের বিপক্ষে সহজ জয় পেয়েছে।

জাপান মাত্র ৯৯ রানের অল আউট হলেও তাদের ব্যাটাররা যেনো ক্রিজ না ছেড়ে যাওয়ার পণ নিয়ে নেমেছিলেন। রান করা নয়, ক্রিজে টিকে থাকাটাই যেনো তাদের লক্ষ্য ছিল। সে লক্ষ্যে জাপানের ব্যাটাররা যে ব্যর্থ হয়েছে তা বলা যাবে না। এ ব্যাপারে সবাইকে টেক্কা দিয়েছেন ওপেনার নিহার পারমার। ৮০ বল খেলে করেছেন মাত্র ১৮ রান। হুগো কেলি ৩৫ বলে করেছেন ৮ রান। ওপেনার অদিত্য পাড়ে ৩২ বলে করেন ৮ রান। জাপানের করা ৯৯ রানের মধ্যে ১৫ রান ছিল অতিরিক্ত খাত থেকে পাওয়া।

বাংলাদেশের কোনো বোলারকে হতাশ করেননি জাপানের ব্যাটাররা। বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি সাতজন বোলার ব্যবহার করেছেন। এর মধ্যে অধিনায়ক নিজে দুটো উইকেট পেয়েছেন। আরিফুলের শিকার করা উইকেটের সংখ্যাও দুই। এছাড়া ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষন, জীবন ও চৌধুরী রিজওয়ান একটি করে উইকেট পান।

লক্ষ্যমাত্রা মাত্র ১০০। ওভার প্রতি মাত্র ২ রান। বাংলাদেশকে এই রান করতে মোটেও দুঃশ্চিন্তা থাকার কথা নয়, থাকেনিও। কোনো উইকেট না হারিয়ে দুই ওপেনার আশিকুর রহমান শিবলি এবং জিসান আলম দলকে প্রায় লক্ষ্যে পৌঁছি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

৭১ রানে হিঞ্জের বলে বোল্ড হন জিসান আলম। মারকুটে ব্যাটিংয়ে ১৬ বলে ২৯ রান করেন তিনি। অপর ওপেনার শিবলি ৪৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। আটটি বাউন্ডারি ছিল তার ইনিংসে। ওয়ান ডাউন ব্যাটার চৌধুরী রিজওয়ান বেশি বল খেলার সুযোগ পাননি। সাত বলে ১০ রান করেন।
বাংলাদেশের উইনিং রানটা এসেছে ওয়াইড থেকে। হিঞ্জের ওভারের দ্বিতীয় বল থেকে শিবলি এক রান নিয়ে স্কোর সমান করেন। তার করা পরের বলটি ছিল ওয়াইড।

স্কোর:
টস: বাংলাদেশ
জাপান: ৯৯/১০ (৪৭ ওভার) ও বাংলাদেশ ১০০/ ১ (১১.২ ওভার)

Exit mobile version